ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে চলমান প্যালেস্টাইন-ইসরায়েল সংঘাতে তেল আভিভের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। সেই ঘোষণায় গাজা ভূখণ্ডের রক্তাক্ত, নির্যাতিত জনগণের উল্লেখ নেই। ভারতের দীর্ঘদিনের প্যালেস্টাইন নীতির সম্পূর্ণ বিপরীত পথের পথিক এখন নরেন্দ্র মোদী। হামাস অভিযান শুরু হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানকে "সন্ত্রাসী হামলা " বলে অভিহিত করেছেন, তাতে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন" এবং "ইসরায়েলের সাথে সংহতি" জানিয়েছেন।আসলে নীতিগতভাবে ভারতীয় জনতা পার্টি ইজরায়েলের ভীষণ কাছাকাছি। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার তেল আভিভের সঙ্গে সুসম্পর্ক তৈরির উদ্যোগ নেয়।
by আশিস গুপ্ত | 12 October, 2023 | 1331 | Tags : Free Palestine Israel Stop Attack on Palestine